Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
হোসেনপুর উপজেলা পরিষদের প্রধান গেইট।
বিস্তারিত

স্বাগতম

হোসেনপুর উপজেলা পরিষদ

 

মোঃ তমিজুল ইসলাম খান, উপজেলা নির্বাহী অফিসার, হোসেনপুর, কিশোরগঞ্জ। হোসেনপুর উপজেলার এই মডেল গেইটটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কিশোরগঞ্জের ১৩টি উপজেলার মধ্যে এই গেইট মডেল গেইট হিসেবে খ্যাত।

 

হেসেনপুর উপজেলার গেইটের অবস্থান

. উত্তরে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলা, পূর্বে কিশোরগঞ্জ সদর উপজেলা, দক্ষিণে পাকুন্দিয়া উপজেলা এবং পশ্চিমে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলা অবস্থিত। প্রশাসনিক এলাকা হোসেনপুর উপজেলায় ০৬টি ইউনিয়ন পরিষদ রয়েছে। যথা-. ১. জিনারী; ২. সিদলা; ০৩. গোবিন্দপুর; ০৪. আড়াইবাড়ীয়া; ০৫. শাহেদল; ০৬. পুমদী ইউনিয়ন পরিষদ। জনসংখ্যা[সম্পাদনা]. এই উপজেলার মোট জনসংখ্যা ১,৯১,২০৬ জন। এর মধ্যে পুরুষ ৯৩,৮২৩ জন এবং মহিলা ৯৭,৩৮৩ জন। শিক্ষা[সম্পাদনা]. অর্থনীতি[সম্পাদনা]. কৃতি ব্যক্তিত্ব[সম্পাদনা]. ত্রৈলোক্যনাথ চক্রবর্তী ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব এবং অগ্নিযুগের বিপ্লবী। ঐতিহাসিক নিদর্শন ও ঐতিহ্য[সম্পাদনা].