বিশ্বায়নের এই যুগে তথ্য প্রযুক্তির উন্নয়নের উপর টেকসই উন্নয়ন অনেকাংশে নির্ভরশীল। মুক্ত বাজার অর্থনীতি ও প্রযুক্তি নির্ভর বর্তমান বিশ্বে টিকে থাকতে তথ্যের অবাধ আদান প্রদান নিশ্চিত করতে হবে। কম্পিউটার ব্যবহারের মাধ্যমে স্বল্পতম সময়ে তথ্যাদি বিনিময় করা সম্ভব। কম্পিউটার ব্যবহারের মাধ্যমে আমরা ইন্টারনেট ও ই-মেইল সংযোগ পেতে পারি; যার মাধ্যমে বিশাল তথ্য ভান্ডারে প্রবেশ করা সম্ভব। বিভিন্ন পেশাজীবি মানুষের দৈনন্দিন কার্য সম্পাদনে প্রতিনিয়ত কোন না কোন সমস্যার সম্মুখীন হতে হয়। বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ। মোবাইল, ইন্টারনেট ও ফ্যাক্স ইত্যাদি যান্ত্রিক শক্তি দূরকে নিকট এবং কঠিনকে করেছে সহজ আর সাশ্রয় হয়েছে সময় ও অর্থের। সরকার ২০২১ সনের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষমাত্রা নির্ধারণ করেছেন। "জেলা তথ্য বাতায়ন" এ লক্ষ্য অর্জনের অন্যতম পদক্ষেপ। জেলা তথ্য বাতায়নের পাশাপাশি উপজেলা তথ্য বাতায়নও উপরিহার্য্য হয়ে পড়েছে। তার পরিপ্রেক্ষিতেই আমাদের এই প্রচেষ্টা। এর মাধ্যমে অত্র হোসেনপুর উপজেলাবাসী তথা সমগ্র জনসাধারণ অত্র উপজেলার বিভিন্ন বিষয়ে খুব সহজেই জানতে সক্ষম হবেন এবং উপকৃত হবেন বলে আশা রাখছি।
ইন্টারনেটের মাধ্যমে জেলা প্রশাসনের সাথে তথ্য আদান-প্রদানের মাধ্যমে সরকারী কর্মকান্ডে গতিশীলতা আনয়ন এবং সরাসরি নাগরিক সেবা প্রদানে ডিজিটাল পদ্ধতি প্রবর্তনের জন্য উপজেলা প্রশাসন, হোসেনপুর এঁর পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা নেয়া হয়েছে। স্বল্পতম সময়ে নাগরিক সেবা প্রদানে ডিজিটাল পদ্ধতি প্রবর্তনই এর মূল লক্ষ্য। হোসেনপুর উপজেলা সম্পর্কে জানতে আগ্রহী যে কেউ "হোসেনপুর উপজেলা তথ্য বাতায়ন" এর মাধ্যমে হোসেনপুর সম্পর্কে যে কোন তথ্য জানতে সক্ষম হবেন।
উপজেলা তথ্য বাতায়নটিকে অধিকতর জনসম্পৃক্ত ও কল্যাণমূখী করার জন্য যে কোন পরামর্শ সাদরে ও কৃতজ্ঞতার সাথে গ্রহণ করা হবে। যাঁদের ঐকান্তিক প্রচেষ্টায় ও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এ উপজেলা তথ্য বাতায়নটি তৈরী হলো তাঁদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার পরিকল্পনাকে বাস্তবে পরিণত করতে আমি দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করছি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস