Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

একনজরে

হোসেনপুর পৌরসভার সাধারণ তথ্য

বাংলাদেশের উত্তরাঞ্চলে কিশোরগঞ্জ পশ্চিম কর্ণারে একটি বিশাল জনপদ ব্রক্ষপুত্র নদ দ্বারা পরিবেষ্ঠিত হযরত হোসেন শাহী (রাঃ) এর নামানুসারে হোসেনপুর এলাকাটির সৃষ্টি। হোসেনপুর উপজেলার কেন্দ্রীয় অংশে বসবাসকারী জনগণকে আধুনিক নাগরিক সুবিধা দেওয়ার জন্য ০৫ ফেব্রয়ারী ২০০৬ সালে আড়াইবাড়ীয়া ইউনিয়নের বৃহদাংশ ও সিদলা ইউনিয়নের আংশিক সর্ব মোট ৫.৪৬ বর্গ কিঃমিঃ(২.১৮ বর্গমাইল) বিশিষ্ট এলাকা নিয়ে হোসেনপুর পৌরসভা গঠিত হয় এবং এর কার্যক্রম শুরু হয়। দৈনিন্দন নাগরিক সুবিধা প্রদানের মাধ্যমে জীবনযাত্রাকে আধুনিক, সহজ ও গতিশীল করার মানসে ১৫ ফেব্রয়ারী, ২০১১ সালে হোসেনপুর পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে ১ম পৌর পরিষদের যাত্রা আরাম্ভ হয়। পৌর এলাকার মোট জনসংখ্যা ২৮,২০৬ জন (২০১১ আদমশুমারী অনুযায়ী)। এখানকার জনসংখ্যার ৬৫.৪৪% শিক্ষিত, ৪৫% ব্যবসায়ী ও চাকুরীজীবি ৩০% কৃষিজিবি ও অন্যান্য পেশার জনসংখ্যা ২৫%। বর্তমান পৌর পরিষদ পৌরসভা আধুনিকায়নের লক্ষে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

 

ভৌত অবকাঠামো ও অন্যান্য সেবাসমুহঃ-

রাস্তা বিষয়ক তথ্যঃ-

ক্রমিক নংধরণদৈর্ঘ্য (কিঃমিঃ)রাস্তার অবস্থা (রাস্তার দৈর্ঘ্য)  
মন্তব্য
   ভাল*মোটামুটি ভালোভালো নয় 
০১।কার্পেটিং রাস্তা১৮.০০১০.০০৬.০০২.০০ 
০২।এইচ বি, বি২.০০--১.০০১.০০ 
০৩।সলিং৩.০০--১.৫০১.৫০ 
০৪।সিসি/ আরসিসি১.৫৫০--১.০০০.৫৫ 
০৫।ডব্লিউবিএম-------- 
০৬।কাচা৩০.০০--১৫.০০১৫.০০ 
০৭।অন্যান্য-------- 
 মোট =৬৪.৫৫১০.০০২৪.৫০২০.০৫ 
       

ব্রিজ ও কালভার্ট বিষয়ক তথ্যঃ-

ক্রমিক নংবিবরণসংখ্যাদৈর্ঘ্যসংস্কারের প্রয়োজন নেই
০১।ব্রিজের সংখ্যা   
০২।কালভার্টের সংখ্যা   
 মোট =   

পানি সরবরাহ বিষয়ক তথ্যঃ-

    
ক্রমিক নংবিবরণপরিমাণ 
০১।পাইপ লাইনবাস্তবায়নাধীন