বর্তমানে এ উপজেলার পশ্চিম পাশ দিয়ে ব্রহ্মপুত্র নদ বহমান রয়েছে। তবে নদটি এখন মৃত প্রায়। খনন করা খুবই জরুরী। হোসেনপুর উপজেলাটি একটি নদীর পাড়ে অবস্থিত যদিও বাংলাদেশ একটি নদী মাতৃক দেশ তথাপি উপজেলার উপরদিয়ে বয়ে গেছে নরসুন্দা নদী, পানান বিল, বগারা বিল, রাগাখালি খাল ও বারইখাল ইত্যাদি নদ- নদী প্রবাহীত হয়ে আসছে। নদীগুলোর পানি সময়মত অতিবাহীত না হওয়ায় নদী ভরাট হয়ে যাচেছ। তবে নদী সংস্কার করা হলে নদী রক্ষা করা সম্ভব হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস