গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত রূপকল্প ২০২১ বাস্তবায়নের নিমিত্ত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সরকার এ খাতকে বিশেষ গুরুত্বারোপ করে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সর্বব্যাপী প্রয়োগ ও ব্যবহারে কারিগরি সহায়তা নিশ্চিতকরণ; তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সুবিধা সমূহ প্রান্তিক পর্যায়ে পৌঁছানো, অবকাঠামো নিরাপত্তা বিধান; রক্ষণাবেক্ষণ; বাস্তবায়ন; সম্প্রসারণ মান নিয়ন্ত্রণ ও কম্পিউটার পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে ই-সার্ভিস প্রদান নিশ্চিত করার লক্ষ্যে ৩১ জুলাই,২০১৩ তারিখে ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর’ গঠন করা হয়। এ লক্ষ্যে ১৪/০৭/২০১৫ খ্রি: তারিখে হোসেনপুর উপজেলাতে উপজেলা কার্যালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এর যাত্রা শুরু হয়।
উপজেলা পর্যায়ে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তার (সহকারী প্রোগ্রামার) কার্যাবলী:
১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের উপজেলা কার্যালয়ের সকল কার্যক্রম পরিচালনা;
২। আইসিটি সংক্রান্ত কার্যক্রম উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ;
৩। কম্পিউটার নেটওয়ার্ক, হার্ডওয়্যার ও সফটওয়্যারের স্ট্যান্ডার্ড স্পেসিফিকেশন প্রণয়নের কাজে সহায়তা প্রদান;
৪। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের দরপত্র কমিটিতে কম্পিউটার যন্ত্রপাতি ক্রয়ে প্রতিনিধিত্বকরণ;
৫। অটোমেশনের জন্য সফট্ওয়্যার উন্নয়ন, প্রোগ্রামিং ও বাস্তবায়ন;
৬। পেপারলেস অফিস চালুকরণ ও রক্ষণাবেক্ষণ;
৭। কম্পিউটার সিকিউরিটি ও ভাইরাস সচেতনতা সৃষ্টি;
৮। সরকারি অফিসে ইন্টারনেট/ওয়েব সার্ভিস চালুকরণে পরামর্শ দান ও সেবা প্রদান;
৯। সকল কার্যক্রম কম্পিউটারাইজেশনের লক্ষ্যে কাস্টমাইজড সফট্ওয়্যার উন্নয়নে ব্যবস্থা গ্রহণ ও বাস্তবায়ন ;
১০। অফিস প্রধান হিসেবে ডিডিও সহ বাজেট প্রস্তুত ও প্রণয়ন, বিল প্রস্তুত ও উত্তোলন এবং অফিস সরঞ্জামাদি ও আসবাবপত্র, যন্ত্রপাতি ইত্যাদির রেজিস্ট্রার সংরক্ষণ।
১১। কর্তৃপক্ষের নির্দেশে অন্যান্য কাজ ইত্যাদি।
সেবারনাম | সেবা গ্রহীতা | সেবাপ্রাপ্তিরসময়সীমা | সেবাদানকারীকর্তৃপক্ষ | |
১ | মাঠ পর্যায়ের সকল ধরনের আইসিটি সমস্যার সমাধানে সহায়তা প্রদান। | সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ও উপকার ভোগী জনগন। | সর্বোচ্চ দুইদিন। | প্রধান কার্যালয়, জেলা কার্যালয় ও উপজেলা কার্যালয়ে সংশ্লিষ্ট কাজে নিয়োজিত কর্মকর্তাগণ। |
২ | আইসিটি সংশ্লিষ্ট বিভিন্ন ধরণের প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ ও কর্মসূচি সম্পর্কে পরামর্শ প্রদান। | সকল জনগন | সর্বোচ্চ দুইদিন। | সংশ্লিষ্ট প্রশিক্ষ নসমন্বয়কারী। |
৩ | কলসেন্টারের মাধ্যমে নাগরিক সেবা প্রদান। | সকল জনগন | তাৎক্ষনিক | কল সেন্টার |
৪ | শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য স্থানে স্থাপিত কম্পিউটার ওভাষা শিক্ষা ল্যাব হতে সেবা গ্রহণ, অভিযোগ ও পরামর্শ সম্পর্কিত। | সকল জনগন | সর্বোচ্চ দুইদিন। | সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, সমন্বয়ক ও কলসেন্টার |
৫ | হালনাগাদ ওয়েবসাইটের মাধ্যমে জনসাধারণকে সরকারি তথ্যপ্রাপ্তিতে সেবা প্রদান। এসম্পর্কিত যেকোন অভিযোগ ও পরামর্শ। | সকল জনগন | সর্বোচ্চ দুইদিন। | ওয়েবসাইটে উল্লখিত কর্মকর্তা |
৬ | সরকারি ও আধা-সরকারি পর্যায়ে আইসিটি কারিগরিসহায়তাপ্রদান। | সকল সরকারিওআধা-সরকারি প্রতিষ্ঠান। | সর্বোচ্চ দুইদিন। | সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান |
৭ | ইউনিয়ন ডিজিটাল সেন্টারেগুলোকে সহায়তা প্রদান। | ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা | সর্বোচ্চ দুইদিন। | মাঠ পর্যায়ের অধিদপ্তরের কর্মকর্তাগণ ও কলসেন্টার |
৮ | সরকারি অফিস সমূহে বিভিন্ন অনলাইনই-পদ্ধতি চালুকরণে সহায়তাপ্ রদান। | সরকারি প্রতিষ্ঠান | সর্বোচ্চ দুইদিন। | সকল পর্যায়ের অধিদপ্তরের কর্মকর্তাগণ |
৯ | জাতীয় ব্যাকবোন নেটওয়ার্কের সাথেসার্বক্ষনিক সংযুক্তরাখা। | নেটওয়ার্কে সংযুক্ত সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান। | সর্বোচ্চ দুইদিন | সকল পর্যায়ের অধিদপ্তরের কর্মকর্তাগণ |
এক নজরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরঃ => অধিদপ্তরের নামঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর; => প্রশাসনিক বিভাগঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ; => মন্ত্রণালয়ঃ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়; => প্রতিষ্ঠার তারিখঃ ৩১ জুলাই, ২০১৩; => বর্তমান অস্থায়ী কার্যালয়ঃ ব্যান্সডক ভবন, আগারগাঁও, ঢাকা। ভিশন: > জনগনের দোরগোরায় ই-সার্ভিস সেবার মাধ্যমে জ্ঞান-ভিত্তিক অর্থনীতি, সু-শাসন ও টেকসই উন্নতি নিশ্চিতকরণ। মিশন: > উচ্চ গতির ইলেক্ট্রনিক্স যোগাযোগ, ই-সরকার, দক্ষ তথ্য প্রযুক্তি মানবসম্পদ উন্নয়ন, সাইবার নিরাপত্তা, তথ্য প্রযুক্তিগত নিত্য-নতুন ধারণা বাস্তবায়ন, কার্যকর সমন্বয়সাধন, প্রযুক্তিগত ধারণা সকলের মাঝে বিস্তার নিশ্চিতকরণ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অবকাঠামো, নির্ভরযোগ্য রক্ষণাবেক্ষন পদ্ধতি এবং আকর্ষনীয় তথ্য প্রযুক্তি সার্ভিস প্রতিষ্ঠা।
প্রকল্পসমূহ:
(১) ৬৪ টি জেলায় ২০০০ শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ও ভাষা প্রশিক্ষণ ল্যাব স্থাপন প্রকল্প অধিদপ্তরের মাধ্যমে বাস্তবায়ন করা হচ্ছে।
(২) ডেভেলপমেন্ট অব ন্যাশনাল আইসিটি ইনফ্রা-নেটওয়ার্কফরবাংলাদেশ গভর্মেন্ট ফেইজ-৩
(৩) ইনফোসরকার-৩ প্রকল্প ইউনিয়ন পর্যায় পর্যন্ত অধিদপ্তরের মাধ্যমে বাস্তবায়িত হবে।
সহকারী প্রোগ্রামার
উপজেলা কার্যালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর
হোসেনপুর, কিশোরগঞ্জ।
মোবাইল নম্বর: ০১৭২৪,৯৭৭-৩৫১
ই-মেইল: aparves51@yahoo.com
হোসেনপুর উপজেলা নিবাহী অফিসারের কাযালয়ের পাশে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস