Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

হোসেনপুর উপজেলার পটভূমি

হোসেনপুর উপজেলার পটভূমি :-

             

          ১৭৮১ খ্রিঃ জেমস্ রেলেন অংকিত অবিভক্ত বাংলাদেশের ভৌগলিক মানচিত্রে কিশোরগঞ্জ জেলার যে ০৩টি জনপদের নাম উল্লেখ করে সীমানা চিহ্নিত করেছেন তার মধ্যে একটি জনপদের নাম হোসেনপুর। হোসেনপুরকে প্রাচীন কিশোরগঞ্জের সবচেয়ে গুরুত্বপূর্ণ জনপদ হিসেবে জেমস্ রেলেন এর অংকিত মানচিত্রে দেখানো হয়েছে।

          

          মোঘল সম্রাট বাহাদুর শাহ্ এর আমলে বাংলার তদানীন্তন সুলতান আলাউদ্দিন হোসেন শাহ্র নামে এ পরগনাটি পরিচিত ছিল। নয়নাভিরাম হোসেনপুর উপজেলাটি পশ্চিম প্রান্তে ব্রহ্মপুত্র নদ দক্ষিণ প্রান্তে নরসুন্দা নদ দ্বারা বেষ্টিত ছিল। নদের পূর্ণ যৌবনে এ জনপদটি এককালীন সময়ে ব্যবসা বাণিজ্যে প্রসার লাভ করায় এতদ্অঞ্চলে প্রসিদ্ধ ছিল। পালতোলা বড় বড় নৌকা ও জাহাজ ভিরত হোসেনপুর উপকূলে।

       

       নদী পথে যাতায়ত অত্যন্ত সহজ ছিল বলে এ উপজেলার পিতলগঞ্জ গ্রামে বৃটিশ ইষ্ট ইন্ডিয়া কোম্পানী নীল চাষের জন্য নীল কুঠির স্থাপন করেছিল। আজও এ জনপদের পিতলগঞ্জ গ্রামে ধ্বংসপ্রাপ্ত নীল কুঠির নীরবে দাঁড়িয়ে আছে। নীল করদের অত্যাচারে এ জনপদের প্রজারা বৃটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল।