কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলাটির আয়তন ১৯৩.৭৩ বর্গ কি.মি.যার উত্তরে নান্দাইল উপজেলা,দক্ষিনে পাকুন্দিয়া এবং গফরগাঁও উপজেলা;পূর্বে কিশোরগঞ্জ সদর উপজেলা আর পশ্চিমে গফরগাঁও উপজেলা।
উপজেলার যোগাযোগ ব্যবস্থা
০১। উপজেলা সড়ক ০৫টি মোট দৈর্ঘ্য ৩৬.৫৪ কিঃ মিঃ
০২। ইউনিয়ন সড়ক ১৪ টি মোট দৈর্ঘ্য ৬২.০১ কিঃ মিঃ
০৩। গ্রামীণ সড়ক ১৭৩ টি মোট দৈর্ঘ্য ৩৪৬.২২ কিঃ মিঃ
প্রধান নদী সমূহঃ
পুরনো ব্রহ্মপুত্র(প্রায় মৃত) এবং নরসুন্দা; উল্লেখ্যযোগ্য জলাশয় পানান বিল।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS