হোসেনপুর পৌরসভার সাধারণ তথ্য
বাংলাদেশের উত্তরাঞ্চলে কিশোরগঞ্জ পশ্চিম কর্ণারে একটি বিশাল জনপদ ব্রক্ষপুত্র নদ দ্বারা পরিবেষ্ঠিত হযরত হোসেন শাহী (রাঃ) এর নামানুসারে হোসেনপুর এলাকাটির সৃষ্টি। হোসেনপুর উপজেলার কেন্দ্রীয় অংশে বসবাসকারী জনগণকে আধুনিক নাগরিক সুবিধা দেওয়ার জন্য ০৫ ফেব্রয়ারী ২০০৬ সালে আড়াইবাড়ীয়া ইউনিয়নের বৃহদাংশ ও সিদলা ইউনিয়নের আংশিক সর্ব মোট ৫.৪৬ বর্গ কিঃমিঃ(২.১৮ বর্গমাইল) বিশিষ্ট এলাকা নিয়ে হোসেনপুর পৌরসভা গঠিত হয় এবং এর কার্যক্রম শুরু হয়। দৈনিন্দন নাগরিক সুবিধা প্রদানের মাধ্যমে জীবনযাত্রাকে আধুনিক, সহজ ও গতিশীল করার মানসে ১৫ ফেব্রয়ারী, ২০১১ সালে হোসেনপুর পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে ১ম পৌর পরিষদের যাত্রা আরাম্ভ হয়। পৌর এলাকার মোট জনসংখ্যা ২৮,২০৬ জন (২০১১ আদমশুমারী অনুযায়ী)। এখানকার জনসংখ্যার ৬৫.৪৪% শিক্ষিত, ৪৫% ব্যবসায়ী ও চাকুরীজীবি ৩০% কৃষিজিবি ও অন্যান্য পেশার জনসংখ্যা ২৫%। বর্তমান পৌর পরিষদ পৌরসভা আধুনিকায়নের লক্ষে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ভৌত অবকাঠামো ও অন্যান্য সেবাসমুহঃ-
রাস্তা বিষয়ক তথ্যঃ-
ক্রমিক নং | ধরণ | দৈর্ঘ্য (কিঃমিঃ) | রাস্তার অবস্থা (রাস্তার দৈর্ঘ্য) |
| |||
ভাল* | মোটামুটি ভালো | ভালো নয় | |||||
০১। | কার্পেটিং রাস্তা | ১৮.০০ | ১০.০০ | ৬.০০ | ২.০০ | ||
০২। | এইচ বি, বি | ২.০০ | -- | ১.০০ | ১.০০ | ||
০৩। | সলিং | ৩.০০ | -- | ১.৫০ | ১.৫০ | ||
০৪। | সিসি/ আরসিসি | ১.৫৫০ | -- | ১.০০ | ০.৫৫ | ||
০৫। | ডব্লিউবিএম | -- | -- | -- | -- | ||
০৬। | কাচা | ৩০.০০ | -- | ১৫.০০ | ১৫.০০ | ||
০৭। | অন্যান্য | -- | -- | -- | -- | ||
মোট = | ৬৪.৫৫ | ১০.০০ | ২৪.৫০ | ২০.০৫ | |||
ব্রিজ ও কালভার্ট বিষয়ক তথ্যঃ-
ক্রমিক নং | বিবরণ | সংখ্যা | দৈর্ঘ্য | সংস্কারের প্রয়োজন নেই |
০১। | ব্রিজের সংখ্যা | |||
০২। | কালভার্টের সংখ্যা | |||
মোট = |
পানি সরবরাহ বিষয়ক তথ্যঃ-
ক্রমিক নং | বিবরণ | পরিমাণ | |
০১। | পাইপ লাইন | বাস্তবায়নাধীন |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS