ভৌগলিক পরিচিতিঃ
ব্রহ্মপুত্র নদের পূর্বতীরে একটি প্রাচীন সমৃদ্ধ জনপদের নাম হোসেনপুর। ১২১.২৯ বর্গ কিঃ মিঃ আয়তনের এ উপজেলাটি ২৪০২৩র্-২৪০৩১র্ উত্তর অক্ষাংশ এবং ৯০০৩৪র্ - ৯১০৪৪র্ পূর্ব দ্রাগীমাংশে অবস্থিত।
নামকরণঃ-
বাংলার তদানীন্তন সুলতান আলাউদ্দিন হোসেন শাহ্ হোসেনপুর পরগনার প্রজা সাধারনের জীবন জীবিকা, সুখ- দুঃখ স্বচক্ষ্যে প্রত্যক্ষ করার জন্য তৎকালীন দুল বাজার নামক স্থানে বেশ কিছুদিন অবস্থান করেন। জনশ্রুতি আছে পরবর্তীতে সুলতান আলাউদ্দিন হোসেন শাহ্ এর নামানুসারে দুল বাজারের নামকরণ করা হয় হোসেনপুর।
ভৌগলিক অবস্থান, আয়তন ও সীমা -
কিশোরগঞ্জ জেলার পশ্চিমাংশে হোসেনপুর উপজেলার অবস্থান। ০৬টি ইউনিয়ন ও ০১টি পৌরসভা নিয়ে এ উপজেলা গঠিত। আয়তন- ১২১.২৯ বর্গ কিঃ মিঃ। ইহার উত্তরে নান্দাইল উপজেলা, পূর্বে কিশোরগঞ্জ সদর উপজেলা, দক্ষিণে পাকুন্দিয়া উপজেলা ও পশ্চিমে গফরগাঁও উপজেলা।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS